আমি কি এই ফ্রিল্যান্সিং সেক্টরে লং-টার্ম টিকে থাকতে পারবো?
শুনে অবাক লাগছে? তাহলে যারা বড় বড় আইটি প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কিভাবে টিকে আছে?
আচ্ছা তাহলে সহজ কথায় বলা যাক
আপনি ফ্রিল্যান্সিং এর যেই সেক্টরেই থাকুন না কেন, হোক সেইটা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট আপনি শুরুর দিকে হয়তো নিজে অনেক ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এইটা ১০বছর পর্যন্ত পারবেন না।
কারণ আপনার যেকোন কাজেই অধিক ব্রেইন স্টর্মিং এর ফলে কিছু মানসিক সমস্যা হয়ে যাবে, অধিক ঘুমের ঘাটতি তো আছেই, তাছাড়া এইটাই আপনার শারীরিক সমস্যার কারণ হয়ে দাড়াবে।
বিশেষ করে দীর্ঘ মেয়াদী বসে থাকার ফল হিসাবে উপহার পাবেন ব্যাক পেইন।
তাছাড়া ট্রেন্ড এর সাথে না চলে ব্যাকডেটেড থাকা বা সময়ের সাথে নিজের বাড়তি স্কিল ডেভেলপ না করা। এছাড়া মার্কেটপ্লেস একাউন্ট সাসপেন্ড ইস্যু তো আছেই।
যার ফলে আপনি বেশি সময় ধরে একা কাজ করতে পারবেন না।
কি ভাবছেন? ওয়েবসাইটে আর কত টাকা যাবে ডোমেইন হোস্টিং এ আর ডিজাইন দিয়ে বেশি হলে ১৫হাজার। কিন্তু না……
আমরা ভাবি ওয়েবসাইট করলেই হবে, কিন্তু এই এইও করে মার্কেটিং করে কত ক্লায়েন্ট জেনারেট করা যায় কল্পনার বাইরে। নিজে না জানলে ভাল মার্কেটারের সাহায্যে নিন।
সর্বশেষ এখনো ২০% বলিনি শেখার শেষ নেই তাই বলবো শিখতে থাকুন → শেখার শেষ নেই।
সবসময় Plan B মাথায় রাখুন।
মনে রাখবেন, একা টিকতে পারবেন না, কিন্তু টিম, স্কিল, আর সঠিক প্ল্যান থাকলে আপনার যাত্রা অনেক দূর যাবে 