আমাদের সম্পর্কে জানুন
গ্রাফিক স্কুল
গ্রাফিক স্কুলের যাত্রা শুরু হয় 2016 সালের ডিসেম্বর মাসের শুরুর দিকে, আমরা চেষ্টা করেছি সব সময় নতুনদের সহজভাবে শেখানোর জন্য। আমাদের পরিচিতি আসে ইউটিউব চ্যানেলের মাধ্যেমে, বাংলাদেশে ডিজাইন সেক্টরে গ্রাফিক স্কুল একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। আমরা সব সময় বিশেষ করে নতুনদের জন্য ভিডিও দিয়ে এসেছি এবং চেষ্টা করেছি আমাদের গ্রুপের মাধ্যেমে সকলের সমস্যার সমাধান দিতে। আমরা গ্রাফিক ডিজাইন লাইন ব্যাচসহ আমাদের রেকর্ডেড কোর্সও দিয়ে আসছি ডিজাইনারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমাদের সকল কোর্স পেইড নয়, ফ্রিতে অনেক দারুন কিছু কোর্স আছে যেইটা নতুনদের অনেক সাহায্যে করবে সামনে আগাতে।
কিছু কথা!
ডিজাইন কখনো কাউকে শেখানো যায়না এইটা আপনার অধিক রিসার্চ প্রাকটিস এবং নিজের ব্রেন স্ট্রমিং এর উপর নির্ভর করে আপনি কতটা সুন্দর করতে পারবেন।
ডিজাইন!
ডিজাইন কঠিন কিছুনা শুধু আমাদের বুঝার ধরনটা ভিন্ন, চেষ্টা করলে কম সময়ে সহজেই শিখতে পারবেন শুধু Design Sense আসতে সময় লাগবে।