লাখ টাকার প্রশ্ন: আমি কি এই ফ্রিল্যান্সিং সেক্টরে লং-টার্ম টিকে থাকতে পারবো? উত্তর: কখনোই না। শুনে অবাক লাগছে? তাহলে যারা বড় বড় আইটি প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কিভাবে টিকে আছে? আসল কারণগুলো: আচ্ছা তাহলে সহজ কথায় বলা যাক আপনি ফ্রিল্যান্সিং এর যেই সেক্টরেই থাকুন না কেন, হোক সেইটা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট আপনি শুরুর দিকে হয়তো নিজে অনেক ডলার ইনকাম করতে পারবেন কিন্তু এইটা ১০বছর পর্যন্ত পারবেন না। কারণ আপনার যেকোন কাজেই অধিক ব্রেইন স্টর্মিং এর ফলে কিছু মানসিক সমস্যা হয়ে যাবে, অধিক ঘুমের ঘাটতি তো আছেই, তাছাড়া এইটাই আপনার শারীরিক সমস্যার কারণ হয়ে দাড়াবে। বিশেষ করে দীর্ঘ মেয়াদী বসে থাকার ফল হিসাবে উপহার পাবেন ব্যাক পেইন। তাছাড়া ট্রেন্ড এর সাথে না চলে ব্যাকডেটেড থাকা বা সময়ের সাথে নিজের বাড়তি স্কিল ডেভেলপ না করা। এছাড়া মার্কেটপ্লেস একাউন্ট সাসপেন্ড ইস্যু তো আছেই। যার ফলে আপনি বেশি সময় ধরে একা কাজ করতে পারবেন না। তবে করণীয় কি? আপনি নিজেই কিছু সময় পর যখন বুঝবেন আপনার একটি ছোট টিম পরিচালনা করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে তখন আপনি একটি টিম তৈরি করবেন শুরুতে রিমোটলি কাজ করাতে পারেন পরবর্তিতে ছোট অফিস নিয়ে সকল টিম মেম্বার এক সাথে কাজ করতে পারেন। প্যাসিভ মার্কেট এ বেশি ফোকাস রাখুন: আপনাকে এক্টিভ মার্কেটপ্লেসের পাশাপাশি প্যাসিভ মার্কেটেও বেশি সময় দিতে হবে। কারণ এইটায় আপনার এক মাত্র ১০০% গ্যারান্টি দেয় মাস থেকে ডলার পকেটে ডুকানোর তবে এটা একা করা একটি কষ্টকর। ডাইরেক্ট ক্লায়েন্ট তৈরি করুন: আপনি চেষ্টা করুন কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেটপ্লেসের বাইরে। এই বিষয় নিয়ে অনেক ভিডিও পাবেন ইউটিউবে দেখে দেখে শুরু করুন। এজেন্সি: ধীরে ধীরে নিজের আইডেন্টিটি তৈরি করুন। এবং পেইড মার্কেটিং এ চলে যান। অনেক ক্লায়েন্ট পাবেন, বর্তমানে পেইড মার্কেটিং করে নিজের ফেসভ্যালু বাড়াতে খুব বেশি সময় লাগে না। ওয়েবসাইট: এই অনেক গভীর একটা ক্লায়েন্ট হান্টিং মেশিন যেইটা তৈরি করে অনেক টাকা খরচ। কি ভাবছেন? ওয়েবসাইটে আর কত টাকা যাবে ডোমেইন হোস্টিং এ আর ডিজাইন দিয়ে বেশি হলে ১৫হাজার। কিন্তু না...... আমরা ভাবি ওয়েবসাইট করলেই হবে, কিন্তু এই এইও করে মার্কেটিং করে কত ক্লায়েন্ট জেনারেট করা যায় কল্পনার বাইরে। নিজে না জানলে ভাল মার্কেটারের সাহায্যে নিন। শেষ কথা সর্বশেষ এখনো ২০% বলিনি শেখার শেষ নেই তাই বলবো শিখতে থাকুন → শেখার শেষ নেই। সবসময় Plan B মাথায় রাখুন। মনে রাখবেন, একা টিকতে পারবেন না, কিন্তু টিম, স্কিল, আর সঠিক প্ল্যান থাকলে আপনার যাত্রা অনেক দূর যাবে #freelancingtips #freelancerlife #LongTermSuccess #passiveincome #digitalagency #teambuilding #ClientHunting #WorkSmart #ফ্রিল্যান্সিং